জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিজনিত কারণে সরকার প্রতিশ্রুত ডিলার্স কমিশন ও ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি না হওয়ার প্রতিবাদে খুলনা বিভাগীয় জ্বালানি তেল ব্যবসায়ী ও ট্যাংকলরি মালিকরা এবার ধর্মঘটের ডাক দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক বৈঠকে জ্বালানি তেল ব্যবসায়ী ও ট্যাংকলরি মালিকরা আগামী ২০ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও বিপনন বন্ধ রাখার সিন্ধান্ত নেন। কুষ্টিয়া জেলা জ্বালানি তেল মালিক সমিতির সাধারণ সম্পাদক এম এন আব্দুল হাই তপো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিজনিত কারণে সরকার প্রতিশ্রুত ডিলার্স কমিশন ও ট্যাংকলরির ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় আমরা এমন সিদ্ধান- নিতে বাধ্য হয়েছি।’ বৈঠকে খুলনা ও যশোর থেকে প্রতিনিধিরা অংশ নেন। এসময় জেলা তেল পাম্প মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। দীর্ঘ বৈঠকে কুষ্টিয়া জ্বালানি তেল মালিক সমিতির নেতারা অন্যান্য জেলার নেতাদের সিদ্ধান্তের সাথে একাত্মতা ঘোষণা করেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া থেকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here