কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চরমপন্থি কালু গ্রুপের ২ সক্রিয় সদস্য সোহেল ও জাকির হোসেন ওরফে সুজন কে আটক করেছে। পুলিশ এ সময় চরমপন্থিদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ৩ রাউন্ড গুলি ও ৬টি তাজা ককটেল বোমা উদ্ধার করে। ডিবি পুলিশ জানায়, শনিবার গভীর রাতে গোপন সংবাদে জানতে পারে শহরতলীর বাড়াদী মসজিদের পশ্চিম পাশে চরমপন্থি গণমুক্তি ফৌজের কালু বাহিনীর সক্রিয় সদস্যরা গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ডিবির ওসি আশরাকুল বারীর নেতৃত্বে এসআই মনির সঙ্গীয় ফোর্সসহ গভীর রাতে বাড়াদী মসজিদের পশ্চিম পাশে অভিযান চালিয়ে মঙ্গলবাড়িয়া আবুল হোসেনের ছেলে চরমপন্থি গণমুক্তি ফৌজের কালু বাহিনীর সক্রিয় সদস্য সোহেল ও তার সহযোগী বাড়াদী কানাবিলের মোড় এলাকার আব্দুল করিমের ছেলে জাকির হোসেন ওরফে সুজন (২৫) কে আটক করে। ডিবি পুলিশের দাবী তাদের উপস্থিতি টের পেয়ে অন্যসব সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ এ সময় সোহেল ও জকির হোসেন ওরফে সুজনের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ৩ রাউন্ড তাজা গুলি ৬ টি তাজা ককটেল বোমা উদ্ধার করে। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। যার নং ২৬ ও ২৭ তারিখ ১৯/১১/১১ইং। পুলিশ আসামীদের ১০ দিনের রিমান্ড আবেদ করেছে বলে জানান।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here