কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকায় পানিতে ডুবে চাঁন মিয়া (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির উঠানে খেলতে খেলতে কখন যে চোখের আড়াল হয়ে চাঁন মিয়া বাসার বাহিরে চলে যায় তারা কেউ বুঝতে পারেনি। সকাল ১০ টা থেকে প্রায় একঘন্টা খোঁজার পর হঠাৎ বাড়ির পাশের পুকুরে তার দেহ পানিতে ভেসে উঠতে দেখে তারা হতবিহ্বল হয়ে পড়েন। পানি থেকে চাঁন মিয়ার দেহ তুলে নিয়ে আসার পর তারা বুঝতে পারেন তাদের একমাত্র সন্তান আর এই পৃথিবীতে নেই। নিহতদের পিতা শরিফ উদ্দিন পেশায় একজন ভ্যান ড্রাইভার। মা হাকিমা আক্তার একজন গৃহিনী, তাদের একমাত্র সন্তানের মৃত্যুতে বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রুমন চক্রবর্ত্তী/কিশোরগঞ্জ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here