রবিবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত ঈদ পুনমিলণী অনুষ্ঠাণে কেন্দ্রীয় ছাত্রদল নেতা আমিরুজ্জামান খান শিমুলসহ অন্যান্য ছাত্রদল নেতাকমীদের উপর পুলিশ ও ছাত্র লীগের হামলার প্রতিবাদে আজ সন্ধায় ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা ছাত্রদল।
ঝিনাইদহ জেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন জেলা ছাত্রদলে আহবায়ক আরিফুল ইসলাম আনন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মো: আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আবুল বাশার বাশি, মো: মুস্তাক আহমেদ ও ছাত্রনেতা হারুন , সোহেল, মোজাম, মাসুম, জিয়া,রুস্তমসহ অন্যানঅ নের্তৃবৃন্দ।
সমাবেশে বক্তারা এই বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান রকি/ঝিনাইদহ