কলারোয়ায় সড়ক অবরোধ করে ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ২ ছিনতাইকারীকে আটক করেছে। থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মানিকগঞ্জ জেলার রাশেদ আলীর পুত্র রাসেল সাতক্ষীরার বাবুলিয়া এলাকা থেকে ৪০ জন শ্রমিক নিয়ে ইটভাটায় যাওয়ার পথে উপজেলার পাঁচনল ঈদগাহ ময়দানের কাছে পৌছালে ১০/১২ জন ছিনতাইকারী ৬/৭ টি মোটর সাইকেল দিয়ে রাস্তা অবরোধ করে। পরে তারা ভাটা শ্রমিকদের ভয় দেখিয়ে তাদের কাছে থাকা ২২ হাজার টাকাসহ ৪৩ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়। কেড়ে নেয় রাসেলের ব্যবহৃত  মোবাইল ফোন সেট। খবর পেয়ে কলারোয়া থানার এস আই তারক বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে ২ জনকে আটক করে। আটককৃত ছিনতাইকারী হলো উপজেলার মির্জাপুর গ্রামের আবু বকর ছিদ্দিকের পুত্র মাসুদুর রহমান রানা (১৮) ও শেখ ওহিদুজ্জামানের পুত্র শেখ রিয়াদুজ্জামান(১৯)। এ ঘটনায় ভাটা শ্রমিক নেতা রাসেলের আত্মীয় কলারোয়া উপজেলার ওফাপুর গ্রামের ইসমাইল সরদারের কন্যা ফেরদোসী বেগম বাদী হয়ে শুক্রবার শেখ রিযাদুজ্জামান, মাসুদুর রহমান রানা, নাজিম, ইকবাল হোসেন, রাজিব, সাইফুল ইসলামকে আসামী করে কলারোয়া থানায় একটি মামলা (নং-০৯/১১) দায়ের করেন। এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ সুভাষ বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, মামলার অন্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডটকম/কামরুল হাসান/কলারোয়া।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here