সারা দেশের মত কলারোয়াতেও বুধবার পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রথম দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অতিবাহিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। বেলা ১১টায় পরীক্ষা শুরুর পর কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম তরিকুল ইসলাম। তিনি কক্ষ পরিদর্শনকালে কেন্দ্রের সার্বিক পরিবেশ দেখে সন্তষ্টি প্রকাশ করেন। এসময় তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, এ পরীক্ষায় কোন অনিয়ম ধরা পড়লে তার দায়দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষককে নিতে হবে। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, কেন্দ্র সচিব, হল সুপার, সহকারী হল সুপারসহ অন্যান্য শিক্ষকমন্ডলী। উপজেলা নির্বাহী অফিসার এরপর পিএসসি পরীক্ষার জলালাবাদ মাদরাসা কেন্দ্র ও কয়লা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কামরুল হাসান/কলারোয়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here