কামরুল হাসান, কলারোয়া প্রতিনিধি :: 
কলারোয়ায় দু’দিনব্যাপি স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা শাখার আয়োজনে কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে কোর্সটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের তত্বাবধানে বৃহস্পতিবার(১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ভ্যেনু প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত কোর্সের কার্যক্রম উদ্বোধন করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুছ আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের ডি,আর,সি প্রোগ্রাম এল,টি আকতারুজ্জামান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, সাতক্ষীরা জেলা স্কাউটস’র সম্পাদক এল,টি আবুল বাসার পল্টু, উপজেলা স্কাউট’স সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন, পাবলিক ইনস্টিটিউট সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, স্কাউট কর্মকর্তা প্রধান শিক্ষক শহিদুল ইসরাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ।
স্কুলের সিনিয়র শিক্ষক  মোস্তফা বাকী বিল্লাহ শাহীর পরিচালনায় অনুষ্ঠানে কোর্সের প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন স্কাউটস’র সহকারী পরিচালক এ,এল,টি জামাল হোসেন, ডি,আর,সি ও এ,এল,টি ইদুজ্জামান, জেলা স্কাউটস’র অডিটর এ,এল,টি মনিরুজ্জামান, স্কাউট লিডার সি,এ,এল,টি মনোরঞ্জন মন্ডল,  উপজেলা কাব লিডার সি,এ,এল,টি মাস্টার অনুপ কুমার ঘোষ, বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস’র সম্পাদক উড ব্যাজার মিজানুর রহমান, মাস্টার আব্দুল ওহাব মামুন।
অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কোর্সে উপজেলার ৪০ টি হাইস্কুল ও ২৮টি মাদ্রাসা থেকে ৮০ জন শিক্ষক- শিক্ষিকা অংশগ্রহন করেছেন বলে জানা যায়। উল্লেখ্য, একই ভ্যেনুতে বুধবার(৩১ জানুয়ারি) সকাল ১০ টায় কাব স্কাউটস’র ওরিয়েন্টেশনে কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের ৯০ টি প্রতিষ্ঠানের ৯০ জন শিক্ষক- শিক্ষিকা অংশগ্রহণ করেন। কোর্সে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সভায় উপজেলা স্কাউটস’র সভাপতি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশীদ মোল্লা, স্কাউটস কর্মকর্তা প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সহ সমাপনী দিনের অতিথিবৃন্দ ও প্রশিক্ষকগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here