ভারত সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বুধবার বেঙ্গালুরুতে বেঙ্গালুরুতে একটি অর্থনীতি বিষয়ক একটি বৈঠকে যোগ দিতে ভারতে আসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এদিন সেই বৈঠকের পর বেঙ্গালুরু থেকে কলকাতায় আসেন তিনি। বুধবার মহাকরণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বাংলাদেশের বিদেশমন্ত্রীর বৈঠকে দুদেশের মধ্যে সহযোগিতা বিষয়ক বিভিন্ন প্রসঙ্গে আলোচনা হয়েছে। এদিন বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী দীপু মনি জানিয়েছেন বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার বিষয় সহ বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করেছেন তিনি। পাশাপাশি বাংলাদেশ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাওয়ার জন্য এদিন আবেদনও জানিয়েছেন তিনি। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উসবে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন  বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী । পাশাপাশি বাংলাদেশে তিস্তার জলবন্টনের ব্যাপারে নদী বিশেষজ্ঞদের বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শফিকুল ইসলাম/কলকাতা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here