শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
শুক্রবার (১০ মার্চ)  মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরী ভাষা উৎসব  অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল সাড়ে ১০ টায় জাতীয় পতাকা ও বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের  পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহেনা বেগম। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে  এক বণার্ঢ্য র‍্যালি আদমপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে আবার বিদ্যালয় প্রাঙ্গণে মিলিত হয়। 
সকাল সাড়ে ১১টায় ১ম-৮ম ( ক শাখা) ও  ৯ম-১০ম (খ শাখা)র দেড় শতাধিক  শিক্ষার্থীদের অংশগ্রহণে মণিপুরী ভাষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।বিকাল চারটায়   তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের সভাপতি কবি ও প্রাবন্ধিক এ কে শেরামের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক  নামব্রম শংকরের সঞ্চালনায়  সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পর্বে  প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ।
বিশেষ অতিথি ছিলেন  তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহেনা বেগম, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি সালেহ এলাহী কুটি, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ও ভারতের মনিপুর রাজ্যের  প্রখ্যাত কবি  এন রতন মীতৈ । এ পর্বে মনিপুরী ভাষা   উৎসব  স্মারক সংকলন মৈরা এর মোড়ক উন্মোচন করা হয়।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে মণিপুরী ভাষা উৎসব পালিত হয়ে আসছে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  কানাডা প্রবাসী  মণিপুরী  ভাষা গবেষক নাতাশা, মনিপুরী  লেখক ও কবি  হাজী আব্দুস সামাদ প্রমুখ।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here