ঈদুল আজহায় বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

শনিবার এক শুভেচ্ছা বার্তায় মুসলিম বাবার সন্তান ওবামা শুভেচ্ছা জানানোর পাশাপাশি দুর্যোগপীড়িতদের পাশে দাঁড়াতেও সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

ওবামা বলেন, “আব্রাহাম (ইব্রাহিম) যে তার পুত্রকে উৎসর্গ করার ইচ্ছা ব্যক্ত করেছিলেন এবং বিশ্বে যারা অধিকতর কম সৌভাগ্যবান ও দুস্থ তাদের মধ্যে খাদ্য বিতরণ করতে চেয়েছিলেন, এই ঈদ উদযাপনের পাশাপাশি মুসলিম জনগোষ্ঠী তা-ও স্মরণ করবেন।”

“এই বিশ্বে যাদের সাহায্যের দরকার, প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সেবা করার জন্য বিশ্বে আব্রাহামের অনুসারী এবং অন্যান্য ধর্মগুলোও যে শক্তিশালী ভূমিকা পালন করে থাকে, এই ঈদ ও হজের মতো ধর্মীয় উৎসব সেই সব সম্মিলিত ঐক্যের কথাই স্মরণ করিয়ে দেয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here