কবে সন্তানের জন্ম দেবেন ঐশ্বর্য রাই বচ্চন। এটাই এখন সারা ভারতের অন্যতম আলোচ্য বিষয়। আর তাই এই বিষয়টা নিয়ে শুরু হয়েছে বাজিকরদের জুয়া। বচ্চন পরিবার চিরকালই সংখ্যাতত্ত্বের পূজারী। আর তাই ১১.১১.১১’ইং তারিখে সন্তানের জন্ম দেবেন অ্যাশ এমনটাই শোনা যাচ্চে নানান মহল থেকে। ১৫০ কোটি টাকারো বেশী বেটিং হচ্চে এই দিনটিকে নিয়ে। বুকিদের কাছে হট ফেবারিট দিন হলো ১১.১১.১১’ইং।
এছাড়া দ্বিতীয় পছন্দ হল শিশুদিবসের দিন অর্থাৎ ১৪.১১.১১’ইং। এক দৈনিক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে মুম্বই নিবাসী এক বুকি বলেছেন, ‘৯ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত প্রতি দিনের ওপরই বাজি লাগানো হচ্ছে। এর মধ্যে হট ফেবারিট দিনটি হলো ১১.১১.১১। কমপক্ষে ১৫০ কোটি টাকা লাগানো হয়ে গেছে। আরো বাড়তে পারে টাকার পরিমান। এই হিসাব শুধু মাত্র ভারেতর অভ্যন্তরের। ভারতের বাইরেও বিশ্বের বিভিন্ন স্থানে অ্যাশ ও বচ্চন ফ্যানদের মধ্যেও চলছে বাজিকরদের এই জুয়া।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/বিনোদন নিউজ