বাংলাদেশে এসারের একমাত্র পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস লি: দেশের বাজারে আকর্ষণীয় মূল্যে নিয়ে এলো এসারের আস্পায়ার ৪৭৩৯ নোটবুক যা আপনার দৈনিক কম্পিউটিং চাহিদা মেটনোর জন্য যথেষ্ট। এতে আছে ইন্টেল কোর আই ৩ প্রসেসর ২.৪০ গি.হা., ৩ এম.বি ক্যাস মেমোরি সহ সাথে আছে ২ জি.বি ডি.ডি.আর ৩ র‌্যাম এবং ৫০০ জি.বি সাটা হার্ড ড্রাইভ । আরও রয়েছে ১৪’’ এল.ই.ডি- এইছ ডি স্ক্রিন, ডিভিডি- রাইটার, ওয়াইফাই, ব্লুটুথ, কার্ড রিডার, ওয়েবক্যাম সহ আরও অনেক কিছু। এই নোটবুক টি পাওয়া যাচ্ছে শুধু মাত্র এক্সিকিউটিভ টেকনোলজিস লি: ও তাদের অনুমোদিত রি-সেলারদের কাছে মাত্র ৩৬, ৮০০ টাকায়। এক বছরের বিক্রয়োত্তর সেবা সহ দেওয়া হবে ওরিজিনাল এসার ক্যারিং ব্যাগ ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তথ্যপ্রযুক্তি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here