ডেস্ক রিপোর্ট::  মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত হয়েছে এশিয়া কাপ ক্যারম চ্যাম্পিয়নশিপ। মঙ্গলবার (৩০ এপ্রিল) একক ইভেন্টের সুইস লিগ পদ্ধতির খেলায় সাত রাউন্ড শেষে ১২ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়ে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জপদক জিতেছেন হাফিজুর রহমান। এই ইভেন্টে ১৪ পয়েন্ট পেয়ে ভারতের প্রশান্ত মোরে স্বর্ণ ও ১২ পয়েন্ট পেয়ে রৌপ্য জেতেন শ্রীলংকার মোহাম্মদ শহিদ হিলমি। হাফিজের সমান পয়েন্ট হলেও নেট পয়েন্টের ভিত্তিতে শ্রীলঙ্কার শহিদ রৌপ্য জেতেন।

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন এই অর্জনে বেশ উচ্ছ্বসিত, ‘২০১১ সালে দলগত বিভাগে রৌপ্য জিতেছিল বাংলাদেশ। এবারই প্রথম একক ইভেন্টে বাংলাদেশের কোন ক্যারম খেলোয়াড় ব্রোঞ্জপদক জিতলেন। এটা আমাদের নিয়মিত খেলা ও অনুশীলনের ফল।’

সাত দেশের খেলোয়াড়রা এই টুর্নামেন্ট অংশ নেন। এই ইভেন্টে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় হেমায়েত মোল্লা ১১তম, মোহাম্মদ রবিন আলী ২৮তম, ফারজানা বানু ৪৩তম, বানুর সমান পয়েন্ট পেয়ে পরের স্থানে বিপ্লব রায়, শামসুন্নাহার মাকসুদা ৫৬তম, একই পয়েন্ট পেয়ে পরের স্থানে আফসানা নাসরিন এবং ৭৫তম হন সাবিনা আক্তার।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here