নাসার ‘সোলার ডায়নামিক অবজারভেটরি’ বা এসডিও উপগ্রহ চিত্রে একটা বড় সৌর কলঙ্ক ধরা পড়ল। এআর১৩৩৯ নামে এই সৌর কলঙ্কটি লম্বায় ৮০ হাজার কিমি ও চওড়ায় ৪০ হাজার কিরোমিটার। এটি পৃথিবীর আয়তনের তুলনায় প্রায় আট গুণ বড় বলে দাবি নাসার বিজ্ঞানীদের। সূত্র: ওয়েবসাইট

তবে পৃথিবীর উল্টো দিকে থাকায় সৌরকলঙ্কটিকে সামনের সপ্তাহের আগে পৃথিবী থেকে দেখা যাবে না বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা। কিন্তু যখন পৃথিবীর দিকে এই সৌর কলঙ্কের মুখ আসবে তখন কলঙ্কের পাশ থেকে সৌর শিখা ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা। সূর্যের উপরিভাগে উচ্চ চুম্বকীয় কার্যক্ষমতা বাড়লে সেই অঞ্চলের তাপমাত্রা বাইরে যেতে পারে না। ফলে দূর থেকে অঞ্চলটিকে কালো দেখায়। একেই সৌর কলঙ্ক বলে। কখনও কখনও এই সৌর কলঙ্কের চারপাশ থেকে হঠাৎই অতি উজ্জ্বল ছটা দেখতে পাওয়া যায়। এ সময়ে সূর্য থেকে অসংখ্য উচ্চ শক্তির কণা বের হয়। যাকে সৌর শিখা বলে। এর পরিমাণের উপরেই নির্ভর করে পৃথিবীতে তার প্রভাব পড়বে কি না। বিজ্ঞানীদের দাবি, এ বারে মধ্যম মানের সৌর শিখার দেখার সম্ভাবনা সব চেয়ে বেশি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এমএ মামুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here