স্টাফ রিপোর্টার :: বিএনপি অভিযোগ করেছে, নির্বাচন (ইসি) ভবন এখন আওয়ামী লীগের অফিসে পরিণত হয়েছে। কারণ ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশেই কাজ করছেন নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা।

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও অভিযোগ করেন, নির্বাচনে সরকারি দলকে ‘বিশেষ সুবিধা’ দিচ্ছে বর্তমান কমিশন। সরকারি দলকে নানা ধরনের তথ্য দিয়ে সুবিধা দেয়া হচ্ছে।

তিনি বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরেকটি একতরফা ও প্রহসনমূলক নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে আজ্ঞাবহ নির্বাচন কমিশন। সরকার প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করলেও কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে না তারা।’

বিএনপি নেতা আরও বলেন, ‘আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সরকারি দলের লোকজনদের অবাধ বিচরণ ঘটছে। নির্বাচন ভবনটি এখন আওয়ামী লীগের অফিসে পরিণত হয়েছে। ‘

রিজভী অভিযোগ করেন, ‘সরকারের নির্দেশ প্রতিফলনের জন্য নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের সাথে নিয়মিত নির্বাচন ভবনে অফিস করছেন আওয়ামী লীগের নির্বাচন বিষয়ক উপ-কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান বাবলা।’

ইসির উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বাবলার কিছু ছবি দেখিয়ে বিএনপির নেতা বলেন, ‘নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন এই আওয়ামী লীগ নেতা। গোপনে তথ্য না দিলে ইসি কর্মকর্তাদের নানা ধরনের হুমকি দেন বাবলা।

ইসির যুগ্ম সচিবের সঙ্গে বাবলার সুসম্পর্ক রয়েছে দাবি করে রিজভী অভিযোগ করেন, ‘নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খানের সাথে বাবলার সম্পর্ক খুবই ভালো। ফরহাদ আহমেদ খান সরকারের বিশেষ সুবিধাভোগী। ফরহাদ ও বাবলা যৌথভাবে আজ্ঞাবহ ইসি ও সরকারের নানা ধরনের এজেন্ডা বাস্তবায়নের কাজ করে। ‘

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here