ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা :: 
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ‘রবীন্দ্র-নজরুল উৎসব’ শিরোনামে কবিতা পাঠের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কবিতা আবৃত্তি ও শিখন বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’। শনিবার (০১ জুন) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এটির আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক খান মাজহারুল হক লিপু। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক আবু রায়হান রানা, সহ-সভাপতি দিপেন রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক নওশীন পর্নিনী সুম্মা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ সাগর, অর্থ সম্পাদক সুইটি পাল, দপ্তর সম্পাদক মুহিববুল্লাহ ও অনুষ্ঠান সম্পাদক আব্দিম মুনিবসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সাহিত্য সম্পাদক সূচনা ত্রিপুরা ও সহ-প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইনসানুল ইমাম নুরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান, নজরুলের কবিতার সমন্ময়ে (কোরাস), মুক্তির জাগরণ ইত্যাদি পাঠ করেন সংগঠনটির সদস্যরা।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক খান মাজহারুল হক লিপু বলেন, আমরা রবীন্দ্র-নজরুলকে একে অপরের সাথে তুলনা করি, এটা আসলে উচিত নয়। রবীন্দ্র ও নজরুল নিজ নিজ জায়গায় অনন্য। কেউ চাইলেও এদের কখনো নিচে নামাতে পারবে না। এরা নিজের কৃতিত্ব দিয়ে সবার মনে আছে, ভবিষ্যতেও থাকবে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here