ঢাকা: দৈনিক ইত্তেফাকের প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমেদকে কুপিয়ে খুন করা হয়েছে।

রাজধানীর রামপুরার ওয়াপদা রোডের ৬৩/৪ নম্বর ৪তলার নিজ বাসার তৃতীয় তলা থেকে বুধবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় তার রক্তাক্ত লাশ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ।

তার লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফটো সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য তিনি ২০০৬ সালে একুশে পদকে ভূষিত হন। তিনি দেশের শীর্ষস্থানীয় প্রায় সব পত্রিকায় কাজ করেছেন। ছয় বছর আগে ইত্তেফাক থেকে অবসব নেন।

খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ নুরুল হক বলেন, আফতাব আহমেদ একাকী এ বাসায় থাকতেন। তার পরিবারের লোক অন্যত্র থাকেন। তারা মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতে আসেন।  দুর্বৃত্তরা ডাকাতি করার উদ্দেশ্যে ঢুকে তাকে হত্যা করেছে, নাকি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ব্যক্তিগত জীবনে আফতাব আহমেদ এক ছেলে এবং এক মেয়ের জনক। তার মেয়ে আফরোজা স্বামীর সঙ্গে গাজীপুরে থাকেন। ছেলে মনোয়ার আহমেদ পেশাগত কারণে যশোরে থাকতেন।

নিহতের জামাতা ফারুক আহমেদ বলেন, খুনের পর থেকে আফতাব উদ্দিনের ব্যক্তিগত গাড়ির চালক কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here