মনিপুর রাজ্যের বরাক নদে টিপাইমুখে ভারতের একতরফা বাঁধ নির্মাণ সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘টিপাইমুখে কিছু করতে হলে বাংলাদেশকে জানিয়েই করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বাংলাদেশের স্বার্থ নষ্ট হয় এমন কিছু হতে পারে না।’

বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এক সম্পূরক প্রশ্নে স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম টিপাইমুখ সম্পর্কে সরকারের অবস্থান জানতে চান।

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে তাদের পানিসম্পদমন্ত্রী বলেছিলেন- টিপাইমুখ বাঁধ বাংলাদেশের কোন স্বার্থ ক্ষুণ্ণ করবে না। আর এখন স্বার্থ ক্ষুণ্ণ হবে বলে চিঠি-পত্র লেখা শুরু হয়ে গেছে। আমি জানি না এগুলো কেন হচ্ছে?’

তিনি বলেন, ‘বাংলাদেশেল স্বার্থ কিভাবে রক্ষা করতে হবে এই বিষয়ে আমরা যথেষ্ট সচেতন। কারণ আমরা এই দেশটি স্বাধীন করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত কোন কিছু করলে অবশ্যই বাংলাদেশের সাথে আলোচনা করে করতে হবে। আলোচনা ছাড়া কেউ কিছু করে ফেলবে এটা অন্তত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে হবে না। এটা আমি বলতে পারি।’

বাঁধ ও জল বিদ্যুৎকেন্দ্রের সার্বিক বিষয় পর্যালোচনা করতে অবিলম্বে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধি দল ভারতে পাঠানো হবে বলেও সংসদকে জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘সারাজীবন মুজিব-ইন্দিরা চুক্তিকে গোলামি চুক্তি হিসেবে শুনে এসেছি। এখন এ চুক্তি কেন বাস্তবায়ন হয়নি বিএনপি তা জানতে চাচ্ছে এবং তা বাস্তবায়নের দাবি করছে।’

তিনি বলেন, ‘বিএনপি ভারতের গোলামি করেছে, তাই চুক্তি বাস্তবায়ন করেনি। আমরা যখন ধরেছি, আজ হোক কাল হোক চুক্তি বাস্তবায়ন করবই।’

অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ বিগত সরকারের আমলে বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে অর্থপাচার আইনসহ অন্যান্য বিধি-বিধান সংশোধন করা হচ্ছে।

ভারতের মনিপুর রাজ্যের বরাক নদের ওপরে টিপাইমুখে ড্যাম ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে মনিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়।

এরপর থেকে টিপাইমুখ বাঁধের বিষয়টি দুই দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে হয়, টিপাইমুখে বিদ্যুৎকেন্দ্র হলেও পানি প্রত্যাহার করা হবে না। ফলে তা বংলাদেলের জন্য ক্ষতিকর হবে না।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here