তাকে ডাকা হতো ‘পরাক্রমশালী ক্যুইন’। আয়ারল্যান্ডের এক সময়ের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন শ্যন ক্যুইন (৬৪)। গতকাল বেলফাস্টের একটি আদালত দেউলিয়া ঘোষণা করে তাকে। অবিশ্বাস্য হলেও সত্যি, তিনিই একদিন ৫শ’ কোটি ডলারের সম্পদের মালিক ছিলেন। ব্যক্তিগত সম্পত্তির কমতি ছিল না কোন। এ খবর দিয়ে অনলাইন মেইল জানিয়েছে, বিশাল চত্বরের উপর রাজপ্রাসাদের মতো বাড়ি বানিয়েছিলেন।

এমনকি ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি হেলিকপ্টারও কিনেছিলেন তিনি। কিন্তু, কপাল মন্দ হলে যা হয়। অ্যাঙলো-আইরিশ ব্যাংকের কাছে ২শ’ কোটি ডলার দেনার দায়ে তাকে দেউলিয়া ঘোষণা করা হলো তাকে। শেয়ার বাজারে ব্যাংকটির নিজের অংশের শেয়ার বিনিয়োগ করেছিলেন তিনি। কিন্তু, ৩ বছর আগে শেয়ার বাজারে ধস নামায় সবকিছু হারান শ্যন। বর্তমানে শ্যনের মাথার উপর ঝুলছে আড়াইশ’ কোটি ডলারের দেনা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here