স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে রাত ১২টা ১ মিনিটে উৎসবে মুখরিত শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। জ্বলে উঠলো হাজারো মোমবাতি। প্রজ্বলন করে উৎসবের উদ্বোধন করেন- তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ।

বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম প্রহরে জ্বলে ওঠার প্রতিক্ষায় ছিলো ৪০ হাজার মোমবাতি। বুধবার রাত ১২টা ১ মিনিটে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ছিলো এই আয়োজন।

এর মাধ্যমে স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে শিল্পকলা একাডেমীর মাসব্যাপী উৎসেবর উদ্বোধন করা হয়।

আবুল কালাম আজাদ মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ বীর শহীদ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের কথায় বলেন, তাদের কাছে আমরা ঋণী|

এছারা তিনি বলেন, সাংস্কৃতিক কর্মকান্ডকে গণতন্ত্রের পক্ষে। দেশের গণতন্ত্র ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সাংস্কৃতিক কর্মীরা অনেক অবদান রাখতে পারেন।

এ সময় শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছ, বিশিষ্ট নাট্যকার মামুনুর রশিদসহ কবি, সাহিত্যিক ও হাজার হাজার সাংস্কৃতিক কর্মী মধ্যরাতের এ উৎসবে উপস্থিত ছিলেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নিউজ ডেস্কে

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here