আলমডাঙ্গা জামজামি ক্যাম্প পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযানে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি মোকা বাহিনীর কমান্ডার ত্রাস সাহাজুদ্দিনসহ তার সহযোগী মিলন গ্রেফতার হয়েছে।

পুলিশ বলেছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমসহ সাধারণ এলাকাবাসীকে জিম্মি করে নীরব চাঁদাবাজি করে আসছিলো।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের বানিনাথপুর গ্রামের মৃত বাখের আলী মণ্ডলের ছেলে পূর্ববাংলা কমিউনিস্ট পাটির্র আঞ্চলিক নেতা মোকা বাহিনীর অন্যতম হোতা সাহাজুদ্দিন (৬০) ও সহযোগী একই গ্রামের আলী হোসেন মিস্ত্রির ছেলে মিলন (৩৫)। এলাকায় ছিনতাই, অপহরণ ও চাঁদাবাজি করে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলো। সাহাজুদ্দিন মোকা বাহিনীর অন্যতম কমান্ড বিধায় তার নামে পুলিশের খাতায় একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ দীর্ঘদিন তাকে গ্রেফতারে মরিয়া হয়ে উঠলে ও পালিয়ে থেকে চালিয়ে যাচ্ছিলো সন্ত্রাসী কার্যক্রম। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে জামজামি ক্যাম্প পুলিশের আইসি ফরিদ আলম ও টুআইসি লিয়াকত হেসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সাহাজুদ্দিন ও তার সহযোগী মিলনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে কুষ্টিয়া ইবি থানা, ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানা ও আলমডাঙ্গা থানায় রয়েছে অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলা। গ্রেফতারকৃত দু জনকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চুয়াডাঙ্গা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here