আফগানিস্তানে তালেবানদের পেতে রাখা মাইন বিস্ফোরণে এক পরিবারের আট সদস্য ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার শেষ বেলায় বাদগিস প্রদেশের কাদিস জেলায় একটি পুলিশের গাড়ি রাস্তায় পেতে রাখা মাইন চাপা দিলে বিস্ফোরণ ঘটে। এতে এক শিশু ও দুই পুলিশ আহত হয়। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে উল্লেখ করে এ ঘটনাকে কাপুরোষিত হামলা বলে অভিহিত করেছেন।
এর আগে গত রোববার বাগলান শহরে পবিত্র ঈদ-উল- আযহার নামাজ শেষে ফেরার পথে এক আত্মঘাতী হামলায় অন্ততঃ সাত বেসামরিক ব্যক্তি নিহত হয়েছিল।
জাতিসংঘের এক হিসেবে বলা হয়েছে, গত বছরের তুলনায় চলতি বছরের এ পর্যন্ত আফগানিস্তানে ১৫ শতাংশ বেশি বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর প্রায় এক লাখ ৪০ হাজার সেনা মোতায়েন থাকা সত্ত্বেও আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক