“নারী নির্যাতনকে না বলি, ঘরে বাহিরে শান্তি আনি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে নওগাঁয় র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর নওগাঁর উদ্যোগে শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের বাসভবন থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের নেতৃত্বে র্যালীতে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তাহমিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: আহমারউজ্জামান, মুক্তিযোদ্ধা গোলাম সামদানিসহ প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন নারী সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন। পরে শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের পাদদেশে ৩০মিনিট ব্যাপী এক মানব বন্ধন অুনষ্ঠিত হয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তন্ময় ভৌমিক/নওগাঁ