নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

নওগাঁর আত্রাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপেক্সে এ কার্যক্রমের উদ্বোধনকরেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি ও আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.জহুরুল ইসলাম।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি বলেন, ‘এক দিনের এই ক্যাম্পেইনে উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৩শ’ এবং ১ থেকে ৫ বছর বয়সী ২৪ হাজার ৫শ’ শিশুকে ভিটামিন-এ প্লাস
ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও বলেন, এ উপজেলায় মোট ১৯৩টি কেন্দ্রের মাধ্যমে মোট ২৬ হাজার ৮শ শিশুকে ভিটামিন ‘এ’ পাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি রাজনৈতিক মহল, মিডিয়াকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here