ডেস্ক রিপোর্ট::  পিরোজপুরে জেলা আইনজীবী সমিতির মুলতবি সভায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বহিরাগতদের হামলায় দুই পাবলিক প্রসিকিউটরসহ (জিপি ও বিশেষ পিপি) পাঁচ আইনজীবী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা আইনজীবী সমিতির ভবনে এ ঘটনা ঘটে। জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি কাজি জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত আইনজীবীরা হলেন, পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (জিপি) প্রেমানন্দ হালদার, আইনজীবী সাঈদুর রহমান টিটু, আহসানুল কবির কিমু ও তরুণ ভট্টাচার্য।

জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি কাজি জাকির হোসেন জানান, গত ১৪ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির কমিটির মেয়াদ শেষ হয়। ১৪ ফেব্রুয়ারি সমিতির নির্বাচন শেষ করে নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা ছিল। কিন্তু মেয়াদোত্তীর্ণ কমিটি নির্বাচন করতে ব্যর্থ হয়। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি মো. আলাউদ্দিন খান মুলতবি সভা করে সাত সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি ঘোষণার চেষ্টা করেন।

তবে একই দিন জেলা আইনজীবী সমিটির সাধারণ সদস্য এ কে এম আবদুস শহিদ একই সময়ে তলবি সভা ডাকেন। সভা শুরুর পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) আব্দুর রাজ্জাক খান মুলতবি সভা ডাকার বৈধতা নিয়ে প্রশ্ন তুললে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে আইনজীবী সমিতির ভবনের বাইরে থাকা একদল বহিরাগত সমিতির গেট খুলে ভেতরে ঢুকে আইনজীবীদের ওপর হামলা চালায়।

এতে কয়েকজন আইনজীবী আহত হন। এরপর সভা পণ্ড হয়ে যায়। সভা শেষে আব্দুর রাজ্জাক খান ও সাঈদুর রহমান রিকশাযোগে বাড়ি ফেরার পথে ফায়ার সার্ভিসের অফিসের কাছে একদল বহিরাগত জিআই পাইপ নিয়ে তাদের ওপর হামলা করে। এতে সাঈদুর রহমানের দুই পা ও বাঁ হাতে গুরুতর জখম হয়। পরে সমিতির সভাপতি মো. আলাউদ্দিন খান নির্বাচন না দিয়ে মুলতবি সভা ডাকেন।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ কে এম আসিফ আহমেদ বলেন, সাঈদুর রহমান টিটু নামে এক আইনজীবী চিকিৎসা নিতে এসেছিলেন। তার দুই পা ও বাঁ হাতে আঘাত ছিল।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আলাউদ্দিন খান বলেন, গত ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের কমিটির মেয়াদ ছিল। ২১ ফেব্রুয়ারি ছুটির দিন থাকায় ও নানা কারণে নির্বাচন দেওয়ার সুযোগ হয়নি। মুলতবি সভা সম্পূর্ণ বৈধ। সমিতির ভবনের বাইরে আইনজীবীদের ওপর কারা হামলা করেছে তা জানা নেই।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here