
শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) প্রতিনিধি ::
যশোরের অভয়নগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা উদ্ধার করে মোঃ আতিয়ার বিশ্বাস (৫৫) ও মোঃ শাহীন সরদার (২৫) নামের দুই কারবারিকে আটক করেছে। আটক আতিয়ার বিশ্বাস বাগদাহ পশ্চিমপাড়ার মৃত খোদা বাক্সের পুত্র ও শাহীন সরদার বাঘুটিয়া পাঁচুরিয়া গ্রামের রবিউল ইসলামের পুত্র।
রবিবার উপজেলার বাগদাহ পশ্চিমপাড়া ও নওয়াপাড়া বৌ-বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভয়নগর থানা পুলিশ জানায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অভয়নগর থানাধীন বাগদাহ পশ্চিমপাড়ার মোঃ আতিয়ার বিশ্বাসের বসত বাড়ীর পশ্চিমপাশে আসামীর নিজ দখলীয় কলাবাগানের মধ্যে একটি প্লাস্টিক ড্রামে রক্ষিত ৫ কেজি ৬০০ গ্রাম গাঁজা সহ আসামী মোঃ আতিয়ার বিশ্বাস কে আটক করা হয়। এবং নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের বৌ-বাজার এলাকার বিল্লালের বালি ও ইটের ডিপোর সামনে পাঁকা রাস্তার উপর হইতে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী মোঃ শাহীন সরদারকে আটক করা হয়।
অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল আসামী আটকের বিষয় নিশ্চিত করে জানান , আসামীদের বিরুদ্ধে মাদদ্রব্য আইনে পৃথক দুইটি মামলা রুজু করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। অভয়নগর থানার যাহার মামলা নং ২২, ২৩।