আ হ ম ফয়সল, ঢাকা :

সাম্য, স্বাধীনতা, ন্যায্যতা, সহযোগিতা ও অংশীদারিত্ব মূল্যবোধেরর ভিত্তিতে একটি অন্যরকম দক্ষিণ এশিয়া গড়ার আহবান জানিয়েছে দক্ষিণ এশিয়া সোস্যাল ফোরামে আসা বক্তারা।

শুক্রবার থেকে ঢাকায় শুরু হয়েছে ৫ দিন ব্যাপী (১৮-২২ নভেম্বর) দক্ষিণ এশিয়া সোস্যাল ফোরাম ২০১১।

শুক্রবার বিকালে সাহাবাগ জাতীয় যাদুঘরের সামনে থেকে এ ফোরামের উদ্বোধনী র‌্যালী বের হয়। দেশ বিদেশের শতাধীক বেসরকারী সংগঠনের ২০ হাজার মানুষের অংশগ্রহণে র‌্যালীটি জাতীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে শহীদ মিনারের সামনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপাচর্জ ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, দক্ষিণ এশিয়া সোস্যাল ফোরাম এর সমন্বয়কারী মুহাম্মদ হিলালউদ্দিন, ভারতীয় বুদ্‌্ি‌ধজীবি কুলদীপ নায়ার, নারী নেত্রী িিশরিন আখতার, এবারের দক্ষিণ এশিয়া সোস্যাল ফোরাম ২০১১’র মূল প্রতিপাদ্য হচ্ছে ‘দক্ষিণ এশিয়ায় সামাজিক রূপান-রে গণতন্ত্র: অংশগ্রহণ, সাম্য, সুবিচার ও শানি-’।

এ ফোরামে দরিদ্র জনগণ, নারী ও প্রানি-ক জনগোষ্ঠীর অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকারের বিষয়সমূহ গুরুত্বের সাথে তুলে ধরা হবে। শনিবার থেকে বিশ্ব বিদ্যালয়ের বিভিন্ন হলে বিষয় ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here