স্টাফ রিপোর্টার,

ঢাকা: অবরোধের মধ্যে সুপ্রিম কোর্টে পাওয়া বস্তুটি বোমা ছিল বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

রোববার বেলা ২টার দিকে একটি বিচার কক্ষে ওই বস্তুটি পাওয়ার পর আদালত অঙ্গনে আতঙ্ক দেখা দেয়।

এর ঘণ্টাখানেকের মধ্যে আরেকটি বিচার কক্ষে বোমাসদৃশ আরও দুটি বস্তু পাওয়া গেছে। সেগুলো পরীক্ষার জন্য নিয়ে গেছে পুলিশ।

দুপুরের পর বিচারপতি নিজামুল হক ও বিচারপতি নূরুল হুদা জায়গীরদারের এজলাস কক্ষে একটি মামলার শুনানি শেষে ওই বোমাসদৃশ দুটি বস্তু দেখতে পান এক আইনজীবী।

এ দুটি প্রায় দুই হাজার পৃষ্ঠার বড় একটি বইয়ের ভেতর কৌশলে দুটি ছিদ্র করে রাখা ছিল বলে জানিয়েছেন আদালত পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের পরিদর্শক ইসরাফিল হোসেন।

এর আগে এনেক্স ভবনের নয় নম্বর বিচারকক্ষের ভেতরে আইনজীবীদের বসার বেঞ্চে বোমা সদৃশ একটি বস্তু পাওয়া যায়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একজন সদস্য এসে বালতিতে পানি ও বালির মধ্যে করে কৌটাটি ডিএমপি কার্যালয়ে সরিয়ে নেন।

পরে ওই কৌটাটি পরীক্ষা করে তাতে বিস্ফোরক পাওয়া যায় বলে জানিয়েছেন ডিএমপির বোমা নিস্ত্রিয়করণ ইউনিটের সহকারী কমিশনার রহমতুল্লাহ চৌধুরী।

নতুন দুটি কৌটাও আগেরটির মতোই জানিয়ে তিনি বলেন, বিস্ফোরক অধিদপ্তরের লোক এসে পরীক্ষার পর কৌটাগুলোতে কী মাত্রার ক্ষতিকর বিস্ফোরক রয়েছে, তা চূড়ান্তভাবে বলা যাবে।

বিএনপির লাগাতার অবরোধের মধ্যে দুই বিচারক ও আইনমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে নাশকতার চেষ্টার পর খোদ উচ্চ আদালতে বোমা পাওয়ার ঘটনা ঘটল।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here