স্টাফ রিপোর্টার: আগামী ২৪ আগস্ট, ২০১৪ থেকে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটয়ের ৩৬তম ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স শুরু হতে যাচ্ছে।
দু’মাসব্যাপী ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সটিতে বিশ্ব-চলচ্চিত্রের ইতিহাস, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা, চলচ্চিত্রের ভাষা, শিল্পনির্দেশনা, চলচ্চিত্র নন্দনতত্ত্ব, প্রামাণ্যচিত্র, ডিজিটাল ক্যামেরার ব্যবহার, শব্দের নন্দনতত্ত্ব, আবহসঙ্গীত, প্রপস্ ও ড্রেস, অভিনয়, ভিডিওগ্রাফি, শট্ ডিভিশন, টেলিভিশন প্রযোজনা, চলচ্চিত্র প্রযোজনা এবং চলচ্চিত্র সমালোচনা সম্পর্কিত বিষয়সমূহ পড়ানো হবে।
কোর্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল।
ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের সমাপ্তির পরে একটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ও সনদপত্র প্রদান করা হবে। কোর্সে সনদপ্রাপ্ত ছাত্রছাত্রীরা ডিজিটাল ভিডিওতে কাহিনীচিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণের সুযোগ পাবেন।
২৪ আগস্ট, ২০১৪ থেকে শুরু হতে যাওয়া দুই মাসব্যাপী ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সটিতে সপ্তাহে পাঁচদিন প্রতিদিন সন্ধ্যা ৬টা (ছয়টা) থেকে রাত ৮টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে। ক্লাস শেষে চলচ্চিত্র প্রদর্শনী থাকবে।
২৩ আগস্ট, ২০১৪ পর্যন্ত বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের অফিসে প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত  ভর্তি হওয়া যাবে।
যোগাযোগের ঠিকানা
বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট
১৬০ লেকসার্কাস (৫ম তলা), কলাবাগান (সিঙ্গারের গলি)
ঢাকা-১২০৫
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here