মান্দায় মানবাধিকার ও সুশাসন বিষয়ক তথ্যমেলাতন্ময় ভৌমিক, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর মান্দায় “স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক স্থানীয় প্রশাসনের জন্যে কার্যকর অংশগ্রহন” মূলক মানবাধিকার ও সুশাসন বিষয়ক তথ্যমেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্বরে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন।

ইউরোপীয় ইউনিয়ন সীডার অর্থায়ন ও ডিয়াকোনিয়ার তত্ত্বাবধানে বেসরকারি গবেষণা সংস্থা বারসিক এ মেলার আয়োজন করে।

কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান একেএম নাজমুল হক নাজু, অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল জব্বার জোয়ার্দ্দার, আ’লীনেতা প্রভাষক আবুল কালাম আজাদ, বারসিকের সমন্বয়কারী পাভেল পার্থ, এলাকা সমন্বয়কারী জাহিদ আলীসহ সংরক্ষিত নারী সদস্যরা বক্তব্য দেন।

মেলায় ১৪টি ষ্টল অংশ নেয়। মেলায় স্কুল বিতর্ক প্রতিযোগিতা ও জনসংলাপ অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার সুধিজন ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিকেলে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত গম্ভীরা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here