khulanaস্পোর্টস ডেস্ক :: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতার ফাঁসির রায়ের প্রতিবাদে সারা দেশে হরতাল চলছে। জামায়াতের হরতালের কারণে খুলনায় অনুষ্ঠেয় বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্টের আগে পুরো স্টেডিয়াম ও শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচকে সামনে রেখে রবিবার দুপুরে শেখ আবু নাসের স্টেডিয়াম পরিদর্শন করেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ। এ সময় তিনি বলেন, ‘খুলনায় সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
খুলনা জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মেট্টোপলিটন পুলিশ, র‌্যাব, বিসিবিসহ সবাইকে নিয়েই খুলনায় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আসলে ক্রিকেট নিয়ে খুলনার মানুষ খুবই উজ্জীবিত। এখানকার মানুষ ও বিসিবির পরিচালক শেখ সোহেলকে সঙ্গে নিয়েই নিরাপত্তা দেখভাল করা হচ্ছে।’
এ ছাড়া খুলনা বিভাগীয় কমিশনার আরো বলেন, ‘আমরা আশা করছি খুলনার টেস্ট ম্যাচটি সারা দুনিয়ার মানুষকে দারুণ উজ্জীবিত করবে। ক্রীড়াপ্রেমীদের সুন্দর একটি ম্যাচ উপহার দেবে। এই সুযোগে খুলনার সুন্দরবন সারা দুনিয়ায় পরিচিতি লাভ করবে।’
খেলোয়াড় ও স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে তিনি বলেন,‘ স্টেডিয়ামের চারদিকে,  খেলোয়াড়দের হোটেল ও যাতায়াত পথে কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তার জন্য সম্ভাব্য সবকিছু করা হয়েছে। আশা করছি হরতালে খেলায় কোনো প্রভাব পড়বে না।’
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here