ঢাকা: পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারীদের শাস্তির আওতায় আনতে, আইনে তাদের সর্বনিম্ন ১৪ বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখার আবেদন করে সুপ্রিমকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন ড. মুহাম্মদ ইউনূস আলী আকন্দ।

সকল পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে কেন ব্যবস্থা নেয়া হবে না- এ মর্মে এটি রুল জারিরও আবেদন করা হয়েছে রিটে।

এছাড়া প্রশ্ন ফাঁস রোধে কেন আইন প্রণয়নের নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে একটি রুল জারির আবেদন করা হয়েছে রিটে।

এ রিটে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, আইন সচিব ও স্বাস্থ্য সচিবকে বিবাদী করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here