শুরু হচ্ছে বর্ষ সেরা সুন্দরী প্রতিযোগিতা-১৪২৫ঢাকা :: বছরের সেরা সুন্দরী নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিশিষ্ট অভিনেতা, যাদুশিল্পী ও বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সভাপতি, পীরজাদা শহীদুল হারুন কে চেয়ারম্যান, বিশিষ্ট কবি, ছড়াকার, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক কবি আসলাম সানী কে কো-চেয়ারম্যান, চিত্রনায়িকা নূতন কে আহ্বায়ক, অভিনেতা, উপস্থাপক ও আবৃত্তি শিল্পী ড. শাহাদাৎ হোসেন নিপু কে যগ্ম আহ্বায়ক এবং সাংবাদিক, গীতিকার ও সাংস্কৃতিক সংগঠক এবং বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক আলী আশরাফ আখন্দ কে সদস্য সচিব করে বর্ষ সুন্দরী প্রতিযোগিতা-১৪২৫ এর জাতীয় কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- শেখ সাদী খান- সংগীত পরিচালক, তিমির নন্দী- বিশিষ্ট কণ্ঠশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা, ইন্দ্রমোহন রাজবংশী- বিশিষ্ট কণ্ঠশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা, মুজিব পরদেশী-লোক সংগীত শিল্পী, আশরাফ উদাস- কণ্ঠশিল্পী, নজরুল ইসলাম বাবুল- সাংস্কৃতিক অনুরাগী ও সংগঠক, ইমদাদুল হক খোকন- নৃত্য পরিচালক, আজিজ রেজা- নৃত্য পরিচালক, শাহীন আল মামুন-ব্যবস’াপনা পরিচালক, সিএনএন বাংলা টিভি, আবুল হোসেন মজুমদার- সভাপতি, বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস), ইঞ্জিনিয়ার মোঃ নিজাম উদ্দিন জিটু- সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি), এস.এম আবুল হোসেন- সাবেক সভাপতি, ক্রাইম রিপোর্টার্স, এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব), পারভেজ খান- সাবেক সভাপতি, ক্রাইম রিপোর্টার্স, এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব), আবু জাফর সূর্য- সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), সাইফুল ইসলাম- সভাপতি, ডিআরইউ, আবু সালেহ আকন- সভাপতি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব), রিন্টু আনোয়ার- সভাপতি, বাংলাদেশ সাপ্তাহিক পত্রিকা সম্পাদক পরিষদ (বিএসপিপি), জহির আলীম- লোক সংগীত শিল্পী, চিত্রনায়িকা অঞ্জনা- সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চিত্রাভিনেত্রী দিলারা ইয়াসমীন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ডাঃ আমিরুল ইসলাম- সহ-সভাপতি, বাসাপ, মোঃ খায়রুল ইসলাম- সহ-সভাপতি, বাসাপ, নূর মোহাম্মদ মনি- চিত্র পরিচালক, বিপ্লব শরীফ- চিত্র নির্মাতা, এম.আর ওয়াসেক- নৃত্য পরিচালক, ফারহানা চৌধুরী বেবী- নৃত্য পরিচালক, সাহেদ আহাম্মদ, মহাসচিব, স্বাধীনতা সংসদ, শাহ আলম রিয়াদ- নৃত্য পরিচালক, জেসমীন আক্তার নদী- চলচ্চিত্র নির্মাতা, মনির হোসেন মিঠু- চলচ্চিত্র পরিচালক, জুলহাস চৌধুরী পলাশ-চিত্র নির্মাতা, অরুনা বিশ্বাস- চিত্র নায়িকা, সাংবাদিক ইমরুল শাহেদ, এইচ এম হায়দার- অভিনেতা, মোঃ মহসীন- সাবেক সভাপতি, সিডাব, মকবুল আহমেদ-ক্যামেরাম্যান, তপন আহমেদ- ক্যামেরাম্যান, মোঃ শাহ আলম- অভিনেতা ও সংগঠক, সাথী আক্তার- প্রযোজক, আব্দুল আজিজ- অভিনেতা, মোঃ আলী আকবর- মহাসচিব, বিএসপিপি, খোন্দকার আব্দুল মান্নান বাবু- ভাইস চেয়ারম্যান, বিএসপিপি, আনোয়ার সিরাজী, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা, আব্দুল আজিজ, অভিনেতা, সাইফুল ইসলাম, নৃত্য পরিচালক, পারভেজ রব, সংগীত পরিচালক, ফাইটার হিরো খালিদ আহমেদ, মোঃ আল-আমিন চৌধুরী- সাংবাদিক, সাংবাদিক অভি মঈনুদ্দিন, বিভাগীয় সম্পাদক, দৈনিক করতোয়া, ফিরোজ হোসাইন- অভিনেতা ও সাংস্কৃতিক সংগঠক, এডভোকেট মোঃ ইকবাল হোসেন-সাংস্কৃতিক সংগঠক, রিপন ইমাম- নাট্য নির্মাতা, ফারুক আহমেদ- সম্পাদক, দৈনিক রূপবানী, মোঃ মাসুদ আলম- অভিনেতা ও সংগঠক, বাসাপ।

আগামী ৩০ এপ্রিল ২০১৮ ইং তারিখের মধ্যে ১৮ থেকে ৩০ বছর বয়সী বাঙালী ললনারা বর্ষ সুন্দরী ১৪২৫ এ আবেদন করতে পারবেন। আবেদন করার ঠিকানা bccouncilbasap@gmail.com আগামী মাসের এ প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষনা করা হবে।– প্রেস বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here