‘ফ্লাগ গার্ল’ উপাধি পেলেন নাজমুন নাহারস্টাফ রিপোর্টার :: একশত দেশ ঘুরে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের নাজমুন নাহার। ইতমধ্যে নাজমুন নাহারের এ অর্জনে তাকে দেয়া হয়েছে ‘Flag Girl` (ফ্লাগ গার্ল) উপাধি।

শুক্রবার (১ জুন) বাংলাদেশ সময় বিকাল তিনটার দিকে নাজমুন নাহার ভ্রমের শততম দেশ জিম্বাবুয়ে পা রেখে এ রেকর্ড গড়েন।

শততম দেশ জিম্বাবুয়ে পা রেখে নাজমুন নাহার এক অডিও বার্তার মাধ্যমে ইউনাইটেড নিউজকে তিনি এই সাফল্যের খবরটি জানান।

নাজমুন নাহার শততম দেশ ভ্রমনের পর তার ফেসবুক ওয়ালে এক পোস্টে লিখেছেন, ‌‘বাংলাদেশের পতাকা হাতে আজ পূর্ণ হলো আমার শততম দেশ ভ্রমণের ইতিহাস! মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের সকল মানুষকে শুভেচ্ছা জানান জাম্বিয়ান সরকারের স্থানীয় গভর্নর হ্যারিয়েট কায়িনা! বাংলাদেশের পতাকা নিয়ে গত সতেরো বছর ভ্রমণের ইতিহাসের আজকের মাইলফলক হিসেবে আমাকে ‘Flag Girl` উপাধি দেন জাম্বিয়ান সরকারের গভর্নর!’

এর আগে নাজমুন নাহার জানান, বাংলাদেশের পতাকা উড়লো একশতম দেশ জিম্বাবুয়েতে। পৃথিবীর বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাতের উপর যে ব্রিজটি রয়েছে তা আমার শততম দেশের সাক্ষী হয়ে রইলো।পূর্ণ হলো আমার যাত্রার শততম ইতিহাস।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here