নিজস্ব প্রতিনিধি ::
সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠির আত্মনির্ভরশীলতায় দক্ষ জনশক্তি তৈরী ও তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ইউনিসেফ ও ব্র্যাকের সহযোগিতায়  Brac -UNICEF – PRISE  প্রকল্প বাস্তবায়নে ব্র্যাকের সাথে উন্নয়ন সংস্থা ঘাসফুলের  Sub-grant Agreement Singing Ceremony সম্পন্ন হয় ৷
গতকাল ৩০ এপ্রিল ২০২৩ ইং বিকাল ০৩টায় ব্র্যাক এর মহাখালীস্থ প্রধান কার্যালয়ে এ চুক্তি সম্পাদিত হয় ৷
চুক্তি সম্পাদন অনুষ্ঠানে ব্র্যাক এর পক্ষে স্কীল ডেভেলপমেন্ট প্রোগ্রামের এ্যাসোসিয়েট ডিরেক্টের তাসমিয়া তাবাসসুম রহমান এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (অপারেশন) শেখ রকিবুল হাসান ও ডেপুটি ম্যানেজার শরীফ আহমেদ নাঈম এবং ঘাসফুলের পক্ষে সংস্থার উপ-পরিচালক জয়ন্ত কুমার বসু ও প্রকল্প সমন্বয়কারী সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন ৷
উল্লেখ্য, ঘাসফুল PRISE প্রকল্পটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ০৩টি ওয়ার্ড এবং আনোয়ারা উপজেলায় বাস্তবায়ন করবে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here