সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় ফ্যাশন এন্ড স্টাইল বিষয়ক অনুষ্ঠান আজরার উপস’পনায় লুক এট মি অনুষ্ঠানটি আজ (মঙ্গলবার) ৯টা ৫০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।
আর টিভির সাপ্তাহিক অনুষ্ঠান হিসাবে এই অনুষ্ঠানটি নিয়মিত ভাবে প্রচার হয়ে আসছে। মানুষের প্রতিদিনের লাইফ স্টাইল নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। অনুষ্ঠানটিতে প্রতি পর্বে থাকছে বেশ কিছু সেগমেন্ট, যেমন- ফ্যাশন আপগ্রেট, ক্যারিয়ার, চিকিৎসা বার্তা, ফিট এন্ড ফাইন, ব্লুমিং, লাইফ স্টাইল। ফ্যাশন আপগ্রেট এ দর্শকরা দেখে থাকেন সময়ের সাথে তাল মিলিয়ে চলা নানান ধরনের পোষাক সামগ্রীর ক্যাটওয়াক। ক্যারিয়ার এর মাধ্যমে সাধারণ ছেলে মেয়েরা জানতে পারে বর্তমান সময়ে কোন চাকরিটি তার জন্য সঠিক।
এছাড়াও চিকিৎসা বার্তা, ফিট এন্ড ফাইন, ব্লুমিং, স্পা, স্কিন কেয়ার, মেডিটেশন, লাইফ স্টাইল সেগমেন্টের মাধ্যমে মানুষ তার প্রয়োজনীয় তথ্য জানতে পারেন। অনুষ্ঠানটি ইনডোর এবং আউটডোরে ধারণ করা হবে। একজন উপস’াপকের উপস’াপনায় অনুষ্ঠানটি দর্শকদের সামনে তুলে ধরা হবে।