জাহিদ সুলতান লিখন, জাবি
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এই স্লোগান কে ধারন করে শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে প্রজাপতি মেলা ২০১১ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় প্রজাপতি মেলা-২০১১ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান। বিশেষ অতিথি অতিথি হিসেবে উপসি’ত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জীব বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার, মেলার আহ্বায়ক ড. মনোয়ার হোসেন, শিল্পী ফেরদৌসি প্রিয়ভাষীনি, চিত্রগ্রাহক আনোয়ার হোসেন, স’পতি রবিউল হুসাইন প্রমুখ। অনুষ্ঠানে প্রজাপতি বিশেষজ্ঞ অধ্যাপক ড. মাহমুদুল আমীনকে মরনোত্তর ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়। মেলায় শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ঘুড়ি উড়ানো, কুইজ, বক্তৃতার আয়োজন করা হয়।
প্রজাপতি মেলা উপলক্ষে সকালেই দেশের বিভিন্ন জায়গা থেকে হাজারো শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ক্যাম্পাসে ছুটে আসে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে স্থাপনকৃত মশারী দিয়ে তৈরি প্রজাপতির ঘরে নানা রঙের প্রজাপতি দেখে নার্সারীর ছাত্রী মেহজাবিনের হৈ চৈ উল্লাস আর থামে না।
ষষ্ঠ শ্রেণীর ছাত্রী দৃষ্টি জানায়, পত্রিকায় প্রজাপতি মেলার খবর পড়ে এ মেলায় আসার জন্য সে তার মাকে রাজি করিয়েছে। আজ সকালটি তার ভীষণ ভালো লাগছে। কতো সুন্দর সুন্দর প্রজাপতি এখানে দেখা মিলেছে। স্কলাষ্টিকার প্লে-গ্রুপের ছাত্র রাফি তার মার সঙ্গে এসেছে প্রজাপতি মেলায়। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের দক্ষিণে গড়ে তোলা প্রজাপতির ছবির পার্কে রাফি ঢুকে আর বেরুতে চায় না। রাফি সবগুলো ছবি নিয়ে যেতে চায়।