ঢাকা : সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রীতি অনুযায়ী তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে নতুন সরকার গঠনের বিষয়ে কথা বলবেন। মন্ত্রিসভার আকার কেমন হওয়া দরকার, মন্ত্রীদের শপথ কবে হতে পারে- এসব বিষয়েও রাষ্ট্রপতির পরামর্শ নেবেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার সকালে প্রথম পর্বে শপথ নিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। দ্বিতীয় পর্বে নিলেন জাতীয় পার্টি এরশাদের অনুসারী সংসদ সদস্যরা। তবে এই পর্বে উপস্থিত ছিলেন না এরশাদ। পরে তার দলের পক্ষ থেকে জানানো হয়, তিনি শপথ নেবেন শুক্রবার। শপথ নেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, তরীকত ফেডারেশনসহ স্বতন্ত্র সাংসদরাও।

উল্লেখ্য, দশম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৫ জানুয়ারি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here