ঢাকা : ঢাকায় নিযুক্ত কানাডীয় রাষ্ট্রদূত হিদার ক্রুডেন অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ।

রোববার  অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকরা দেশের চলমান পরিস্থিতি বিষয়ে কানাডার অবস্থান জানতে চাইলে তিনি একথা বলেন ।

তিনি বলেন,  বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। শুধু আমরাই নয়, সকলেই উদ্বিগ্ন।

মূলত এটাই আমরা অর্থমন্ত্রীকে জানিয়েছি। তিনি আরো বলেন, এটা দুঃখজনক হলেও সত্য যে দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি এখনো কোনো সমঝোতায় আসতে পারেনি। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ।

এ থেকে বেরিয়ে আসতে হলে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে। বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচনে কানাডা থেকে পর্যবেক্ষক পাঠানো হবে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে হিদার ক্রুডেন বলেন, বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে কানাডার প্রতিক্রিয়া আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here