ইউনাইটেড নিউজ ২৪ ::

ডাক্তারের অনুমতি পাওয়ার পর  চট্টগ্রামে টিম হোটেল থেকে  বিমানে করে  ঢাকায় পাঠানো হয়েছে পেসার মুস্তাফিজুর রহমানকে। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে গত ১৮ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অনুশীলনের সময় মাথায় বলের আঘাতে ইনজুরিতে পড়েন মুস্তাফিজুর। ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মুস্তাফিজের দ্বিতীয় সিটি স্ক্যানে কোন সমস্যা ধরা পড়েনি বলে নিশ্চিত করেছে কুমিল্লা ম্যানেজমেন্ট।

দলের ফিজিও জাহিদুল ইসলাম সজলের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে কুমিল্লা জানিয়েছে, ‘গতকাল রাতে মুস্তাফিজুরের দ্বিতীয় সিটি স্ক্যান করা হয়েছে  এবং নিউরো সার্জন ও বিসিবিরও পরামর্শ  নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ বিমানে ফ্লাই  করার  অনুমতি পাওয়ার পর  আমরা মুস্তাফিজকে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতাল থেকে ঢাকার টিম হোটেলে পাঠিয়েছি।’

মুস্তাফিজকে পর্যবেক্ষণে রাখা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে, ‘তার ক্ষত এখন পরিষ্কার এবং সেরে ওঠার পথে। আগামী তিন দিন ড্রেসিং করবো আমরা। এরপর আগামী ২৩ ফেব্রুয়ারি নিউরোসার্জনের পরামর্শ নেওয়া হবে।’

অনুশীলনে বোলিং করতে রান আপের জন্য হেঁটে যাবার সময় ব্যাটার ম্যাথু ফোর্ডের শটে মাথায় বলের আঘাত পেয়েছিলেন মুস্তাফিজ। সাথে-সাথে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে মাথায় স্ক্যান করা হয় ফিজের। স্ক্যান রিপোর্টে দেখা যায় মুস্তাফিজের মাথায় অভ্যন্তরীণ কোন রক্তপাত হয়নি। তবে মাথায় আঘাত পাওয়া স্থানে পাঁচটি সেলাই পড়ে ফিজের।

শ্রীলংকা সিরিজ দ্রুত এগিয়ে আসায় মুস্তাফিজের ইনজুরি বাংলাদেশের জন্য বড় একটি ধাক্কা। কারণ সাদা বলের ক্রিকেটে ভালো-খারাপ মিলিয়ে পারফরমেন্স করলেও এখনও দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ফিজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here