স্টাফ রিপোর্টার :: শাড়ি, চুড়ি, টিপে পরিপূর্ণ বাঙালি নারী। বাঙালি মেয়েরা টিপ পড়তে ভালবাসে, তাই তারা বিভিন্ন ধরনের পোশাকের সাথে টিপ পরতে পছন্দ করে। শাড়ির সাথে মাঝারি বা বড় মখমলের গোল টিপের সেই সৌন্দর্যের কথা বলার অপেক্ষা রাখে না।
কুমকুম: কুমকুম টিপের প্রচলন অনেক আগের রাজা-রানীদের কপালে শোভাবর্ধন করেই ক্ষান্ত হয়নি, এখনকার সাজের তালিকায়ও চলে এসেছে সেই ঐতিহাসিক টিপ।
পাথর: কপালে একটু ঝিলিকের জন্য লাগানো হয় পাথরের টিপ। তাও হতে পারে একরঙা অথবা কয়েকটি রঙের মিশ্রণে।
স্বাভাবিক টিপ : সাধারণ বড় গোল টিপ তো আছেই, এর ওপর লাগানো হচ্ছে পাথরের ছোট ঝুমকা।
আলপনা : যে শাড়িটি পরা হয়, তার ডিজাইনের সঙ্গে মিল রেখে টিপেও আঁকা হয় একই ডিজাইন। সে টিপ পরলেই তৈরি হয় ভিন্নতর সাজ।
মিশ্রণ : যারা একটু বেশি ফ্যাশন-সচেতন, তাদের জন্য দু-তিন মিশ্রণের টিপ পাবেন। আলপনা টিপের সঙ্গে পাথর মিলিয়ে অথবা সাধারণ টিপের আশপাশ দিয়েও এঁকে নেয়া যায় প্রয়োজন মতো।
দুই টিপ একসঙ্গে : দুটি রঙের টিপ একটির ওপর অন্যটি দিয়ে এই টিপ তৈরি হয় বা সাধারণ বড় একটি টিপের নিচে ছোট টিপ পরা যায়।
ছোট্ট একটা: ছোট্ট কালো রঙের টিপ চেহারায় ইনোসেন্ট লুক নিয়ে আসে।
পোশাক ও টিপ: টিপ সবচেয়ে বেশি মানানসই দেশীয় পোশাকের সঙ্গে। তবে চাইলে পশ্চিমা পোশাকের সঙ্গেও মানিয়ে নেয়া যায়। সুতি শাড়ির সঙ্গে টিপ খুব মানানসই। পাড় লাল রঙের টিপ বৈশাখ কিংবা পালা-পার্বণে মানায়। এ ছাড়া শাড়ির সঙ্গে মিলিয়ে টিপ পরা যায়। দাওয়াতের পোশাকের সঙ্গে অর্নামেন্টাল টিপ বেশি মানানসই। অন্যদিকে সারাদিনের ব্যস্ততায় সাধারণ টিপ ব্যবহার করাই ভালো।
কপাল ও টিপ: কপালের দিকটি খেয়াল করে টিপ পরা উচিত। যাদের কপাল আকারে ছোট, তাদের ছোট টিপ মানানসই। যাদের কপাল বড়, তারা বড় টিপ পরলে সুন্দর লাগবে। বড় দুলের সঙ্গে ছোট আকারের টিপ পরলে ভালো লাগবে। এ ছাড়া টিপের আঠার কারণে অনেক সময় র্যা শ দেখা দিতে পারে। টিপ খোলার পর বেবি অয়েল দিয়ে আঠা মুছে ফেললে এ ঝামেলার অবসান হবে। https://bitcoinbetsport.com
চেহারার সঙ্গে টিপের ছাঁট:
১. গোল চেহারার অধিকারীরা লম্বা টিপ পরলে ভালো দেখাবে।
২. যাদের চেহারার ধাঁচ লম্বাটে, গোল টিপই হওয়া উচিত তাদের প্রথম পছন্দ।
৩. পানপাতা ও চারকোনা চেহারার সঙ্গে লম্বা টিপ মানানসই।
টিপস:
১. টিপের আঠা টিপের অংশজুড়ে লাগানো আছে কি না দেখে নিন।
২. টিপ থেকে যেন রঙ না ছড়ায়।
৩. ভেজা আবহাওয়ায় স্টিকার টি।