কিশোরগঞ্জের ভৈরব-কিশোরগঞ্জ মহা সড়কের মাইজ হাটী নামক স্থানে এক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত ৪জন আহত হয়েছে।
মঙ্গলবার বিকালে সাড়ে পাচটায় কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ-১১-১৩৪১) পুলেরঘাট থেকে কটিয়াদীগামী একটি সিএনজিকে মাইজহাটি নামক স্থানে চাপা দিলে ঘটনাস্থলে কটিয়াদী উপজেলার শিমুহা গ্রামের আঃ ছাত্তার উরুফে গেদু মিয়া (৬০) ও পরে হাসপাতালে নেওয়ার পথে সিএনজি চালক সোহরাব উদ্দিন (৩৫) মারা যায়।
বাসটি পুলেরঘাট বাসস্ট্যান্ডে গেলে স্থানীয় জনতা আটক করে।
আহতদেরকে তাৎক্ষনিক উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। প্রত্যক্ষদর্শী জানায় তাদের অবস্থা আশংকাজনক তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
কটিয়াদী হাইওয়ে পুলিশের হাবিলদার হারুন বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রুমন চক্রবর্ত্তী/কিশোরগঞ্জ