ঢাকা: ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের কথিত প্রশ্ন ফাঁসের ঘটনায় একটি তদন্ত কমিটি হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আব্দুস সালাম হাওলাদারকে প্রধান করে পাঁচ সদস্যের এই কমিটি করা হয়েছে। ১৫ কার্য দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বৃহস্পতিবার এই তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক শ্রীকান্ত কুমার চন্দ, বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী, সিনিয়র সিস্টেম এনালিস্ট মো. মঞ্জুরুল কবীর এবং উপ-পরিচালক (হিসাব) ফজলে এলাহীকে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে।

বুধবার সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন বিক্রির অভিযোগ ওঠার পর রাতে ঢাকা বোর্ডের এইচএসসি ও ডিআইবিএসের পরীক্ষা স্থগিত করা হয়।

গত ৩ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরুর পর এই প্রথম কোনো বিষয়ের পরীক্ষা স্থগিত হলো।

এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী ২ হাজার ৩৫২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে।

৩ এপ্রিল থেকে ৫ জুন পর্যন্ত তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার পর ৭ থেকে ১৬ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষার সূচি নির্ধারিত রয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here