রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, ৯০ দিনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রয়োজনে এ বিষয়ে সরকার নির্বাচন কমিশনের সাথে আলোচনা করবে।

সোমবার পল্লবীতে এক জনসভা শেষে মহাজোট সরকারের মন্ত্রিসভায় সদ্য স্থান পাওয়া এই মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

সুরঞ্জিত বলেন, নির্বাচন কমিশনারদের নির্দিষ্ট একটি মেয়াদ থাকে। মেয়াদ শেষ হতে যাওয়ায় তারা এই নির্বাচন করতে পারছেন না বলে জানিয়েছেন। এটা তাদের একান্ত মতামত।

পরস্পর বিরোধী অবস্থানের বিষয়টি সুরাহা করা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরাও কমিশনের সাথে কথা বলব। কোথায় কোথায় অসুবিধা আছে এটা আমরা দেখব।’

সাংবিধানিক ও যথাযথ সময়ে নির্বাচন করার বিষয়ে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাবে বলেও জানান রেলমন্ত্রী।

এরআগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা সাংবাদিকদের জানান, সদ্য বিভক্ত ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের তফসিল দেবে না বর্তমান নির্বাচন কমিশন। আর এ বিষয় আগামীকাল মঙ্গলবার সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করে সম্প্রতি সংসদে আইন পাস হয়। আইন অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here