ঢাকা : বিক্ষিপ্ত সংঘর্ষ, মিছিল, ভাঙচুর ধাওয়া-পাল্টা ধাওয়া ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৮৩ ঘণ্টা অবরোধের শেষ দিন চলছে।

মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে রাস্তায় গাছ ফেলে অবরোধ করেছে ১৮ দলের নেতা-কর্মীরা।

এর আগে গত শনিবার ভোর ছয়টা থেকে পঞ্চম দফার এই অবরোধ শুরু হয়।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং ঘোষিত তফসিল বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার অবরোধের এ কর্মসূচি ঘোষণা করে বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।

এর আগে একই দাবিতে চার দফা অবরোধ করেছে ১৮ দল।

প্রথম দফায় ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ৭১ ঘণ্টা, এরপর ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ১৩১ ঘণ্টা, তৃতীয় দফায় ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ঘণ্টা এবং সর্বশেষ ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ ডাকা হয়। এ সময় হরতাল-অবরোধের ঘটনায় নিহত হয়েছেন ১১৬ জন। আহত হয়েছে পাঁচ সহস্ত্রাধিক। এছাড়া গ্রেফতার করা হয়েছে ৮ শতাধিক নেতাকর্মী।

এদিকে আজকে অবরোধ শেষে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। সেখান থেকে দাবি আদায়ে নতুন করে আরো কঠোর কর্মসূচি আসতে পারে বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here