রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি:: দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা সদরের অসহায় প্রতিবন্ধী শিশু পরিবারের ৭০জন শিশু‘র আগামী ১০ দিনের খাদ্যের দায়িত্ব নিলেন ডা. মোঃ আহাদুজ্জামান চৌধুরী (সোহাগ)।

করোনা ভাইরাসের কারণে সমগ্র বিশ্ব যখন অনেকটা থমকে গেছে ঠিক তখন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার অর্ধশতাধিক অসহায় শিশুর পাশে এসে দাঁড়ালেন এসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট(এডিডি) এর নির্বাহী পরিচালক ডা: সোহাগ।

আজ বুধবার সকালে ফুলবাড়ি উপজেলা সদরের পশ্চিম গৌরিপাড়া গ্রামে এসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট (এডিডি) অফিসের ৭০ জন অসহায় প্রতিবন্ধী শিশুর পরিবারের দায়িত্ব নিয়ে, তাদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন এডিডি’র নির্বাহী পরিচালক ডা. মোঃ আহাদুজ্জামান চৌধুরী (সোহাগ)।

এসময় তিনি বলেন, এভাবেই যদি সমস্যা আরো র্দীঘায়িত হয় তবে তখনও এ শিশুদের খাদ্যের জন্যে পর্যায়ক্রমে তিনি জোগান দিতে থাকবেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাউল, ২ কেজি ডাল, ২ কেজি আটা, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তৈল, ৩টি সাবান ও ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম।

সহায়তা প্রদান অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন,ফুলবাড়ী চাউলকল মালিক সমিতির যুগ্ন-আহব্বায়ক সমাজ সেবক শফিকুল ইসলাম বাবু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজ ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান উজ্জল, প্রেসক্লাবের কার্যকারী সদস্য সিনিয়র সাংবাদিক রজব আলী, এডিডির চিলড্রেন কেয়ারার জান্নাতুন ফেরদৌসি, চিলড্রেন কেয়ারার তাহাবুল ইসলামসহ এডিডির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here