৭ই মার্চের ভাষন ইউনেস্কোর স্বীকৃতি দেযায় খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রাআল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে স্বীকৃতি দেযায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র‌্যালী করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের এমপি সমর্থকরা।

বুধবার সকাল ১১টায় কদমতলী থেকে আনন্দ র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেছে সংগঠনটি।

খাগড়াছড়ি পাজেপ সদস্য ও জেলা আওয়ামীলীগ নেতা মংশেইপ্রু চৌধুরী অপুর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা।

এতে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা নুর ন্নবী চৌধুরী,সহ-সভাপতি মংক্যচিং চৌধুরী,মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন,যুবলীগের সভাপতি যতন ত্রিপুরা, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, পার্থ ত্রিপুরা জুয়েলসহ সকলের সিনিয়র নেতাকর্মীরা এতে অংশ নেয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here