নিউজ ডেস্ক : ইরাকের পশ্চিমাঞ্চলীয় শহর রামাদিতে আহমেদ আল-আলওয়ানী নামের একজন সুন্নি এমপি কে তার ভাই এবং তার পাঁচ জন গার্ড কে হত্যা করে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তাবাহিনী।  খবর: বিবিসি।

আহমেদ আল-আলওয়ানীর বিরুদ্ধে সিয়া সরকারের প্রধানমন্ত্রী নুর আল-মালিকীর বিরুদ্ধে সহিংসতায় মদদ দিয়েছেন এবং সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রয়েছে এমন অভিযোগ করা হয়েছে।

নিরাপত্তাবাহিনী বলেছে যখন তারা আলওয়ানীকে গ্রেফতার করতে যায় তখন তার দেহরক্ষীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ করে গুলি ছোড়ে। নিরাপত্তাবাহিনী পাল্টা গুলি ছোড়লে হতাহতের ঘটনা ঘটে।

ছয় জন নিহত ছাড়াও ১৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশের একজন মেজর বার্তা সংস্থা এএফপি কে জানিয়েছে নিরাপত্তাবাহিনী যখন এমপি আল-আলওয়ানীকে গ্রেফতার করতে যায় তখন তার নিরাপত্তা বাহিনী গুলি করলে সংঘর্ষে তার ভাই এবং ৫ জন গার্ড সহ ৬ জন নিহত হয় এবং নিরাপত্তা বাহিনীর ১০ জন সহ মোট ১৮ জন আহত হয়েছে।

তিনি আরো বলেন নিরাপত্তা বাহিনী আলওয়ানীর ভাই আলীকেও গ্রেফতার করতে চেয়েছিল।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here