মুজিব ব্যাটারি নামে ৪টি কামান সোমবার সন্ধায় ফেরত দিয়েছে ভারত সরকার।

ভারতের পেট্রাপোল কাষ্টমস ক্লিয়ারিং এজেন্ট নিরুপম এন্টার প্রাইজ ও বেনাপোলের বিজনেজ মিডিয়া নামে প্রতিষ্ঠান কামান ৪টি ছাড় করাতে প্রয়োজনীয় কাগজ পত্র কাষ্টমসে জমা দেয়। ৩ ফুট ৭ ইঞ্জি দৈর্ঘের কামান ৪টি গ্রহণ করতে যশোর সেনাবাহিনীর ২৬ ফিল্ড আটিলারি ব্যাটালিয়নের মেজর শরিফ ও মেজর আরিফ এর নেতৃত্বে সেনাবাহিনীর ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার সকালে বেনাপোল চেকপোস্ট আসে। এরপর বিকাল ৫টার দিকে কামান ৪টি বেনাপোল চেকপোস্টের বিপরীতে পেট্রাপোল চেকপোস্টে এসে পৌছায়। পরে কাগজপত্র ঠিকঠাক করে ভারতীয় বিএসএফ সদস্যদের উপস্থিতিতে কামান ৪‘টি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করেন।

সূত্র আরো জানায়, ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল ভি কে সিং ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে কক্সবাজার ও ফেনী এলাকায় স্বক্রিয়ভাবে যুদ্ধ করেন।  ১৯৭১ সালের ২২ জুলাই ভারতের কোনাবন জাবালপুর নামক ক্যাম্পে মুক্তিসেনারা একটি টীম গঠন করেন। সেখানে ৬টি কামান ছিল। সেখান থেকে মুক্তিযোদ্ধারা ৬টি কামান নিয়ে ২ নং সেক্টরের সাথে যুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধে বিজয় লাভ করার পর মুক্তিযোদ্ধারা এই কামানের নাম দেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামানুসারে ‘মুজিব ব্যাটারি’। যুদ্ধ শেষে ভারতে চলে যায় ঐ কামানগুলো। পরে সরকারি পর্যায়ে ৬ টি কামান বাংলাদেশে হস্তান্তর করার সিদ্ধান্ত হয়।  কামানের মূল্য দেখানো হয়েছে ৩ লক্ষ ৪৫ হাজার রুপি।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ইয়ানুর রহমান/শার্শা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here