কলাপাড়া : প্রাথমিক শিক্ষার্থীদের বই বহনকারী ট্রাক জ্বালিয়ে দেয়ায় কলাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের ৩৮ হাজার শিক্ষার্থী বছরের প্রথম দিনে সব বই পাচ্ছেনা।

এ কারনে বছরের শুরুতেই শিক্ষা কার্যক্রম থেকে পিছিয়ে পড়ার আশংকায় উদ্বিগ্ন হয়ে পড়েছে অভিভাবকরা।

কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাযায়, উপজেলায় বইয়ের চাহিদা এক লাখ ৭৯ হাজার ৩৫৫। কিন্তু তারা বই পেয়েছেন মাত্র ৫২ হাজার ৬৭০ টি। কলাপাড়ায় ৮১টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ছাড়াও ৮৩টি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, ৭টি কিন্ডার গার্টেন ও ১৪টি বেসরকারী স্কুল রয়েছে।

কিন্তু তারা বই পেয়েছেন প্রথম শ্রেনীর ৮ হাজার দুইশ শিক্ষার্থীর বিপরীতে বাংলা ২ হাজার ৩৫০টি, ইংরেজী ২ হাজার ৩২৫ টি ও গনিত ৮ হাজার দুইশ। চতুর্থ শ্রেণীর ৭ হাজার পাঁচশ শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৭ হাজার পাঁচশ গনিত বই পেয়েছে।

একইভাবে পঞ্চম শ্রেনীর ৬ হাজার পাঁচশ শিক্ষার্থীর বিপরীতে ৬ হাজার দুইশ ইসলাম শিক্ষা, তৃতীয় শ্রেনীর ৭ হাজার আটশ শিক্ষার্থীর বিপরীতে ২ হাজার তিনশ বাংলা ও ৭ হাজার আটশ গনিত বই এবং দ্বিতিয় শ্রেনীর ৮ হাজার শিক্ষার্থীর বিপরীতে শুধু ৮ হাজার করে গনিত ও বাংলা বই পেয়েছেন। এখনও কলাপাড়ায় একলাখ ২৬ হাজার ৬৮৫ পিচ বইয়ের চাহিদা থাকলেও বুধবার পর্যন্ত বই এসে পৌছেনি।

একাধিক শিক্ষক জানান, তারা বছরের প্রথম দিনে বই দিতে পারছেন না। কারন উপজেলার প্রত্যন্ত এলাকায় ইচ্ছা করলেই এক/দুইদিনে বই পাঠানো সম্ভব নয়। কারনে শিক্ষার্থীরা অনেক পিছিয়ে পড়বে বলে তারা জানান।

অভিভাবকদের অভিযোগ, বছরের শুরুতে বই না পেলে সন্তানরা ঠিকমতো ক্লাসও করতে পারবেনা। এতে তারা অন্য এলাকার শিক্ষার্থীদের চেয়ে পিছিয়ে পড়বে।

কলাপাড়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.রুহুল আমিন জানান, কলাপাড়ায় পাঠানো বইয়ের ট্রাক গত ২০ দিন আগে ঢাকার কোন এক স্থানে অবরোধকারীরা পুড়িয়ে দেয়ায় এ বছর সময়মতো শিক্ষার্থীদের বই দেয়া অসম্ভব হয়ে পড়েছে। তবে দু’একদিনের মধ্যে বই আসলে বছরের প্রথম দিনেই তারা বই দিতে পারবেন বলে আশা করছেন।

মিলন কর্মকার রাজু/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here